রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রচার কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা মাগুরায় 

মাগুরা প্রতিনিধি

প্রচার কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা মাগুরায় 

নীতিনির্ধারকদের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ছোট পুস্তিকা, প্রচার কার্ড মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে মাগুরায় ৫ দিনের  প্রচার কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ছাত্র নেতারা। প্রচার অভিযানের ধারাবাহিকতায় ০১ নভেম্বর মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট ও যুগ্ম সম্পাদক নূর আলম। 

কেন্দ্রীয় ছাত্রদল নেতারা মাগুরার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় গুলিতে নিহত শহরের পারনান্দয়ালী এলাকার বাসিন্দা ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বি এবং শ্রীপুর পূর্বপাড়া সোহানের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পলিটেকনিক কলেজ আদর্শ কলেজ, সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, শ্রীপুর ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু কলেজ, নাকোল সম্মিলনী কলেজ, আড়পাড়া কলেজ শালিকা কলেজ মোহাম্মদপুর কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে প্রচারণা চালিয়েছেন তারা। 

বিএনপির কর্মশালায় অংশ নেয়া মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম জানান, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে। গণতান্ত্রিক শক্তির জয়লাভের পর ঐকমত্যের জাতীয় সরকার ৩১ দফার আলোকে রাষ্ট্রে রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করা হোক।

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন,জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। দলের প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাবের পক্ষে দাবি জানান।

টিএইচ